Site icon Jamuna Television

ভারতের বিপক্ষে সিরিজ হেরে শীর্ষস্থান হারালো নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডেতে ভারতের কাছে ৮ উইকেটে পরাজয়ে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারে নিউজিল্যান্ড। সিরিজ হারের পর র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তারা নেমে গেছে দুইয়ে। এই সুবাদে ওয়ানডেতে শীর্ষে উঠে গেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল।

হায়দ্রাবাদে থ্রিলারের জন্ম দিতে পারলেও নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হেরে যায়। সিরিজ হারার সাথে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও হারিয়েছে কিউইরা। তাদের রেটিং এখন ১১৩। ভারত এগিয়েছে এক ধাপ। তাদের অবস্থান তৃতীয়। অস্ট্রেলিয়া নেমে গেছে চারে। ইন্দোরে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নেবে ভারত।

এর আগে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ছিল ১১৫। দুইয়ে থাকা ইংলিশদের ১১৩। এরপর ১১২ রেটিং নিয়ে অস্ট্রেলিয়া ও ১১১ পয়েন্ট নিয়ে ভারতীয় দলের অবস্থান ছিলো চারে।

/আরআইএম

Exit mobile version