Site icon Jamuna Television

ফেনীতে পিকআপযোগে গরু চুরি, যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে দুটি চেরাই গরুসহ মেহেদী হাসান মাসুদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের ইসলামপুর এলাকার জেবল হকের বাড়ির সামনে থেকে চোরাই গরুসহ তাকে আটক করা হয়। আটককৃত মাসুদ কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবাবপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে গরু চুরি, ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।

পুলিশ জানায়, রোববার ভোরে মেহেদী হাসান একটি পিকআপযোগে চর চান্দিয়া ইউনিয়নের নবী উল্যাহর বাজার এলাকার আবুল হোসেনের দুটি গরু চুরি করে। পালানোর সময় সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের ইসলামপুর জেবল হকের বাড়ির সামনে রাত্রিকালীন টহল পুলিশ দল পিকআপসহ গরু দুটি উদ্ধার করে ও মেহেদী হাসানকে গ্রেফতার করে। এ ঘটনায় গরুর মালিক আবুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার মেহেদী হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version