Site icon Jamuna Television

রাবিতে মোবাইল ছিনতাইকারীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোবাইল ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা
মোটরসাইকেল পুড়িয়ে দেয় শিক্ষার্থীরা।

রোববার (২২ জানুয়ারি) পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে এই দুই ছিনতাইকারীদের ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃত ছিনতাইকারী দু’জন হলেন, রাজশাহী নগরীর কোট স্টেশন এলাকার ফয়সাল উদ্দিন ও তেরোখাদিয়া এলাকার শাহীল আহমেদ দ্রুব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রের সামনে ভুক্তভোগী শিক্ষার্থী রায়হানুল ফেরদাউস কথা বলার সময় মোটরসাইকেলযোগে দু’জন তার ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে জিয়া হলের সামনে তাদের ধরে গণধোলাইয়ের পরে হবিবুর রহমান হলের মাঠে তাদের মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই চোরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।

শিক্ষার্থীরা আরও বলেন, এই ছিনতাইকারী চক্র দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট করে মোবাইল ফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনতাই করে থাকে। বিশেষ করে রাতের বেলায় শিক্ষার্থীরা একাকী চলাকালীন তাদের টার্গেট করে ছিনতাই করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ছিনতাইকারীদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

ইউএইচ/

Exit mobile version