Site icon Jamuna Television

সৌদি লিগে রোনালদোর সাদামাটা অভিষেক

ছবি: সংগৃহীত

সৌদি লিগে আল নাসেরের হয়ে অভিষেকে আলো ছড়াতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকটা সাদামাটা ফ্রেমে আটকে থেকেছে এই পর্তুগিজের অভিষেক ম্যাচ।

ইত্তিফাকের বিপক্ষে ১-০ গোলে জয়ের দিনে টেবিলে শীর্ষে ফিরেছে আল নাসের। দল জয় পেলেও বাড়তি আলো কাড়তে পারেননি রোনালদো। ম্যাচের পুরোটা সময় বল নিয়ে কারিকুরি দেখালেও তেমন কোনো প্রভাবই রাখতে পারেননি তিনি ম্যাচে। তবে ৯০ মিনিটই মাঠে ছিলেন রোনালদো।

আবদুল মাজিদ আল সুলাইহিমের ক্রস ধরতে ডি বক্সে লাফিয়ে যান রোনালদো। ক্রসটি রোনালদো মিস ধরতে না পারলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিসকা বলের নিয়ন্ত্রণ নিয়ে পাঠান জালে। কয়েক মিনিট পরেই আবারও গোলের সুযোগ পান রোনালদো। কিন্তু ফ্রি কিকটি গোলবারের উপর দিয়ে উড়িয়ে মারেন এই পর্তুগিজ সুপারস্টার।

তবে অল স্টারদের হয়ে পিএসজির বিপক্ষে প্রদর্শনী ম্যাচে দারুণ খেলেছিলেন সিআরসেভেন। জোড়ার গোলের পাশাপাশি ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে আড়াই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেন এই পর্তুগিজ তারকা।

আরও পড়ুন: হাল্যান্ডের হ্যাটট্রিকে উলভসকে হারালো ম্যানসিটি

/এম ই

Exit mobile version