Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী এলাকা থেকে নাহিদ হোসেন আরমান (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরমান সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের বেল্লাল হোসেন শিপনের ছেলে ও মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

সোমবার (২৩ জানুয়ারি) রাত ১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবার জানায়, সোমবার রাতে বিরোধের বিষয়ে জানাতে চেয়ারম্যানের কাছে যান তারা। পরে বাড়িতে এসে ছেলের মরদেহ ঘরের ভেতর ঝুলে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেয়া হয়। জমিসংক্রান্ত বিরোধের জেরে আরমানের চাচা বাচ্চু মিয়া তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে বলেও অভিযোগ করেন তারা।

চন্দ্রগঞ্জ থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএআর/

Exit mobile version