Site icon Jamuna Television

১৫ আগস্টের হত্যাকাণ্ড তদন্তে ‘জাতীয় অনুসন্ধান কমিশন’ গঠনের নির্দেশ কেন নয়: হাইকোর্ট

হাইকোর্ট।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের তদন্তে একটি স্বাধীন ‘জাতীয় অনুসন্ধান কমিশন’ গঠনের নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৩ জানুয়ারি) এ রুল জারি করেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, অর্থ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০২১ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুবীর নন্দী দাসের পক্ষে রিটটি করেন আইনজীবী অ্যাডভোকেট আশফাকুজ্জোহা। রিট মামলায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনার আদ্যোপান্ত এবং জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিতকরণে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়।

/এমএন

Exit mobile version