Site icon Jamuna Television

দুই বিলিয়ন ক্লাবে ‘অ্যাভাটার ২’

ছবি: সংগৃহীত

আরও একটি মাইলফলক স্পর্শ করল জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার টু’। মুক্তির ষষ্ঠ সপ্তাহেই বিশ্বব্যাপী ২ বিলিয়ন ডলারের বেশি আয় করে নিয়েছে এ সিনেমা।

হলিউডের ইতিহাসের ষষ্ট সিনেমা হিসেবে দুই বিলিয়ন ক্লাবে যুক্ত হল অ্যাভাটার ২। পুরো আমেরিকায় এখন পর্যন্ত এটি আয় করেছে প্রায় ৫৯৭ মিলিয়ন ডলার। আর, আমেরিকার বাইরে বিশ্বব্যাপী আয় করেছে ১.৪ বিলিয়ন ডলার। যার মধ্যে শুধু ভারতেই আয় ৪৭৫ কোটি রুপি। চীনে এখন পর্যন্ত আয় ২১১ মিলিয়ন ডলার।

এছাড়াও, এ সিনেমার মাধ্যমে জেমস ক্যামেরন অধিকারী হলেন বিরল এক রেকর্ডের। তিনিই ইতিহাসের একমাত্র পরিচালক যার ৩ টি সিনেমার আয় বক্স অফিসে ২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। অ্যাভাটারের প্রথম কিস্তির ২ বিলিয়ন ডলার অতিক্রম করতে সময় লেগেছিল ৪৭ দিন। ‘অ্যাভাটার টু’র বক্স অফিস কালেকশন ধীর গতির হলেও ২ বিলিয়ন অতিক্রম করতে সময় লাগলো মাত্র ৩৭ দিন!

/এসএইচ

Exit mobile version