Site icon Jamuna Television

ক্যামেরুনে নিখোঁজের পর উদ্ধার সাংবাদিকের মরদেহ

অপহরণ ও হত্যার শিকার সাংবাদিক মার্টিনেজ যুগো।

অপহরণের পর হত্যা করা হয়েছে ক্যামেরুনের বিশিষ্ট এক সাংবাদিককে। রোববার (২২ জানুয়ারি) রাতে, রাজধানী ইয়াউন্ডের বাইরে থেকে উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ। উদ্ধারের পর মরদেহ শনাক্ত করেছেন নিহতের স্ত্রী ও সহকর্মীরা। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

জানা গেছে, অপহৃত ও হত্যার শিকার ওই সাংবাদিকের নাম মার্টিনেজ যুগো। অ্যামপ্লিটিউড এফএম-এর ট্রাফিক জ্যাম নামের জনপ্রিয় একটি শো উপস্থাপনা করতেন তিনি। অপহরণের পর থেকেই প্রতিবাদ ও যুগোকে উদ্ধারের দাবিতে সরব হয়ে উঠেছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম। বেশ কয়েকবার এ ইস্যুতে নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার।

সম্প্রতি, তার শো’তে দেশটির শীর্ষস্থানীয় ধর্নাঢ্য ব্যক্তিদের দুর্নীতি মামলা নিয়ে সমালোচনা করা হয়। ধারণা করা হচ্ছে, এর জেরেই হত্যা করা হয়েছে তাকে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ স্টেশনের বাইরে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায় মি. যুগোর গাড়িটি।

/এসএইচ

Exit mobile version