Site icon Jamuna Television

এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো রাশিয়া

ছবি: সংগৃহীত

রাশিয়ায় নিযুক্ত এস্তোনিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মস্কো। এর মাধ্যমে, ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সর্ম্পক কমিয়ে আনলো রুশ প্রশাসন। খবর তাসের।

জানা গেছে, এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে ফেব্রুয়ারির ৭ তারিখের মধ্যে রাশিয়ান ফেডারেশন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

আর, রাশিয়ার এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়, প্রতিশোধ হিসেবে তালিন থেকেও রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে- বলে জানিয়েছে এস্তোনিয়া সরকার।

এদিকে, এস্তোনিয়ার এমন আচরণকে ‘রুশোফোবিয়া’ আখ্যা দিয়ে রুশ প্রশাসন জানিয়েছে, এস্তোনিয়া সরকার তাদের উপযুক্ত প্রাপ্য পেয়েছে। এস্তোনিয়ায় রাশিয়ার দূতাবাস থেকে ব্যাপকভাবে কর্মী ছাঁটাই করায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- বলেও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

/এসএইচ

Exit mobile version