Site icon Jamuna Television

‘শারীরিকভাবে যন্ত্রণা দিতেই খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে’

চেয়ারপারসন খালেদা জিয়া মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছেন। তাঁকে শারীরিকভাবে যন্ত্রণা দিতেই আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ব্রিফিং করেন তিনি। রিজভী অভিযোগ করেন, সরকারের একতরফা নির্বাচন করার অপচেষ্টা নিয়ে কেউ যেন প্রতিবাদ না করে তা নিশ্চিত করতেই খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে।

আসন্ন তিন সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন ও প্রশাসন আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ।

Exit mobile version