Site icon Jamuna Television

নারীদের অধিকার নিশ্চিত করতে তালেবান সরকারের প্রতি জাতিসংঘের আহ্বান

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে নারীদের অধিকার নিশ্চিত করতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ। সোমবার (২৩ জানুয়ারি) কাবুল পরিদর্শনকালে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর সাথে বৈঠক করেন তিনি। খবর রয়টার্সের।

বৈঠকে আফগানিস্তানের খাদ্য সংকট, নারী শিক্ষা ও অধিকারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। এ সময় আফগান নারীদের অধিকার এবং শিক্ষা নিশ্চিত করতে তালেবান সরকারের কাছে আহ্বান জানান দুজারিচ। একইসাথে দেশটির উন্নয়ন ও সংকট মোকাবেলায় বিদেশি সাহায্য সংস্থাগুলোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেন, আমি ইতিমধ্যেই সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছি। বোঝনোর চেষ্টা করেছি নারীদের অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই সহায়তা কার্যক্রম চালানো সম্ভব না। শুধুমাত্র পুরুষদের নিয়ে কাজ করা সম্ভব নয়। কারণ, প্রত্যন্ত এলাকার নারীদের কাছাকাছি পৌঁছাতে পারে না পুরুষরা। স্থানীয় নারীদের মানবিক সহায়তার জন্যই তাদের নিয়োগ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশটির প্রায় ২ কোটি মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। সংকটে পড়া এসব মানুষের খাদ্য সরবরাহ এবং অন্যান্য সহায়তার ৭০ শতাংশই করে থাকে এনজিওগুলো। এসব সংস্থা না থাকলে সংকট আরও বাড়বে।

এদিকে নারীদের কাজের ওপর নিষেধাজ্ঞাসহ শিক্ষা গ্রহণে বাধা দেয়ার পর থেকে বিদেশি সাহায্য সংস্থাগুলো তাদের সহায়তা কার্যক্রম তুলে নেয়ার ঘোষণা দেয়। এরপরেই তালেবান সরকার নিষেধাজ্ঞা শিথিল করে।

এএআর/

Exit mobile version