Site icon Jamuna Television

কয়লা সংকটে বন্ধের পথে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

কয়লা সংকটে বন্ধের পথে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিনটি ইউনিটে প্রতিদিন ৫ হাজার ২০০ মেট্রিক টন কয়লার চাহিদা খনি কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। কিন্তু তা সরবরাহ করা হচ্ছে না।

তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, পর্যাপ্ত কয়লার অভাবে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মজুদ না রেখে ফড়িয়াদের কাছে কয়লা বিক্রির অভিযোগে গতকাল বড়পুকুরিয়া কয়লা খনির এমডিসহ চার কর্মকর্তাকে ক্লোজড করা হয়। নিয়োগ দেয়া হয় নতুন এমডি।

Exit mobile version