Site icon Jamuna Television

এভিয়েশনের নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান বিশেষজ্ঞদের

এভিয়েশনের সার্বিক নিরাপত্তায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে এভিয়েশন নিরাপত্তা বিষয়ক সংস্থা- কসক্যাপ’র ৩০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আয়োজিত এ সম্মেলনে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ- আইকাও অনুমোদিত এ সংস্থা কাজ করছে দক্ষিণ এশিয়ায়। প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা যায়, কম বেশি সক্ষমতায় কোন দেশের কী করনীয়, সেসব বিষয়ে পরামর্শ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই কসক্যাপে’র লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানের বিরতিতে এক সংবাদ সম্মেলনে সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, সম্মিলিত সহায়তার কারণে এ অঞ্চলের দেশগুলো আকাশ পথে যাত্রীসেবা ও নিরাপত্তায় নিজেদের মান আরও বাড়াতে সক্ষম হয়েছে।

ইউএইচ/

Exit mobile version