Site icon Jamuna Television

সর্বনিম্ন তাপমাত্রা দেখলো চীনের উত্তরাঞ্চল

ছবি: সংগৃহীত

মৌসুমের শীতলতম দিন দেখলেন চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হিলংজিয়াংয়ের মোহ শহরের বাসিন্দারা। রোববার (২২ জানুয়ারি) অঞ্চলটির তাপমাত্রা নেমেছিল মাইনাস ৫৩ ডিগ্রি সেলসিয়াসে। যা ১৯৬৯ সালের পর দেশটির সর্বনিম্ন তাপমাত্রা, বলে জানিয়েছে চীনের আবহাওয়া অধিদফতর। খবর বিবিসির।

তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে মোহ এর জনজীবন। তাপমাত্রা কম থাকায় বাড়ছে ঠাণ্ডাজনিত নানা রোগের প্রকোপ। ভারী তুষারে ঢাকা পয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, গাছপালা। ব্যাহত হছে যান চলাচল। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের গাড়ি বের না করার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

এরইমধ্যে, প্রদেশটির বিভিন্ন অঞ্চলে জারি রয়েছে আবহাওয়া বিষয়ক সতর্কতা সংকেত। জমে থাকা তুষার ও বরফ সরাতে জরুরি বিভাগের পাশাপাশি কাজ করছেন স্থানীয় বাসিন্দারা। এর আগে এই শহরেই চীনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৫২.৩ ডিগ্রি সেলসিয়াস।

/এসএইচ

Exit mobile version