Site icon Jamuna Television

পাবনায় অটোবাইক সমিতির নামে চাঁদা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি:

পাবনা জেলা ব্যাটারি চালিত অটোবাইক মালিক ও চালক সমিতির নামে সাধারণ চালকদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ চালকেরা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের মুজাহিদ ক্লাব মোড়ে সাধারণ অটোচালকেরা একত্রিত হয়ে এই প্রতিবাদ করেন।

অটোবাইক চালকেরা বলেন, পৌর এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভার নিবন্ধিত সকল অটোবাইক লাল ও হলুদ রং করে প্রতি চালকদের কাছ থেকে ৫শ’ টাকা হাতিয়ে নিচ্ছে এবং প্রতি মাসে ৩শ’ টাকা হারে মাসিক চাঁদা আদায়ের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি। বিক্ষোভকারীরা এই অবৈধ কমিটি বাতিলের দাবি করেন। সেটি না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

ইউএইচ/

Exit mobile version