Site icon Jamuna Television

নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো দিল্লিও

বড়সড় কম্পন অনুভূত হয়েছে নেপালে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে আচমকাই কেঁপে ওঠে দেশটির একাধিক অঞ্চল। কম্পন অনুভূত হয়েছে দিল্লিতেও। খবর এনডিটিভির।

ভারতের জাতীয় ভূমিকম্প জরিপ কেন্দ্র এনসিএস এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ২৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় নেপালে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালে উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে ১৪৮ কিলোমিটার পূর্বে। আর এ কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লিরও বেশ কিছু অঞ্চলে।

এরই মধ্যে ভূমিকম্পের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, কম্পনের প্রভাবে সিলিং ফ্যানসহ বাড়ির একাধিক আসবাবপত্র কাঁপছে। এক মিনিটেরও বেশি সময় স্থায়ী হয় এ ভূমিকম্প। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি।

এসজেড/

Exit mobile version