Site icon Jamuna Television

বেনাপোলে ১০টি স্বর্ণের বার জব্দ

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

ভারতে পাচারের সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোররাতে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১ কোটি টাকা মূল্যের ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ। সীমান্তের চেকপোস্ট সাদিপুর সড়কের ব্রিজের পাশ থেকে স্বর্ণের বারগুলো সাদা কসটেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে, এমন ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সীমান্তের চেকপোস্ট সাদিপুর সড়কের ব্রিজের পাশে এক ব্যক্তিকে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে সাদা কসটেপে মোড়ানো অবস্থায় একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে কসটেপ খুলে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ১৬২ গ্রাম। আটক স্বর্ণের মূল্য ১ কোটি টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা দেয়া হবে বলেও জানান ওসি।

ইউএইচ/

Exit mobile version