Site icon Jamuna Television

একসাথে ১০০টি দেশে মুক্তি পাচ্ছে পাঠান, ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস

চারবছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের বাদশাহ। তাই এন্ট্রিটাও হতে হবে রাজকীয়, হলোও তাই। শাহরুখের বহুল চর্চিত ‘পাঠান’ মুক্তি পাবে বিশ্বের ১০০টি দেশের ২৫০০টি সিনেমা হলে। ভারতীয় সিনেমার ইতিহাসে একসাথে এতগুলো দেশে কোনো ছবি মুক্তি পায়নি এর আগে। খবর আনন্দবাজার পত্রিকার।

আগামীকাল অর্থাৎ ২৫ জানুয়ারি মুক্তি পাবে পাঠান। নানা কারণে ভারতের চলচ্চিত্র জগতে এখন সবচেয়ে বেশি আলোচিত ছবি পাঠান। ধর্মীয় অবমাননার অভিযোগ তো আছেই, একই সাথে দীর্ঘ বিরতির পর ফ্লোরে এলেন শাহরুখ। অনেকদিন বাদে পর্দায় দেখা যাবে শাহরুখ-দীপিকার রসায়ন। ফলে সব মিলিয়ে পাঠানের জন্য অধীর অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

অবশ্য কট্টোর হিন্দুত্ববাদী দলের হুমকিকে ছাপিয়ে মুক্তির আগেই বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছে পাঠান। ৪০ লাখের বেশি আগাম টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়েছে ভারতে। মুম্বাই, কলকাতা, দিল্লির মতো বড় শহরে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। হিন্দি ছাড়াও ছবিটি মুক্তি পাচ্ছে তামিল ও তেলুগু ভাষায়। ফলে দক্ষিণ ভারতেও পাঠান দেখার হিড়িক পড়েছে দর্শকের মধ্যে।

ইতোমধ্যে টিকিটের দামও ছুঁয়েছে প্রায় ২০০০ রুপি। ভারতে প্রায় ৫০ হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই ছবি। এরই মধ্যে ফার্স্ট শোয়ের সময় সকাল ৯টার বদলে সকাল ৬টা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সিনেমা হলগুলো। সবমিলিয়ে পাঠানের মুক্তি নিয়ে ভারতজুড়ে চলছে রাজকীয় প্রস্তুতি।

এসজেড/

Exit mobile version