Site icon Jamuna Television

প্রতি মাসে সমন্বয় করা হবে বিদ্যুতের দাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বাজারের দামের ভিত্তিতে প্রতিমাসে বিদ্যুতের মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, চলতি বছর বিদ্যুৎ ও জ্বালানির জন্য বড় চ্যালেঞ্জ। তাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলিস্তানে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, সামনের মাস থেকে সেচ মৌসুম শুরু হবে। সেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে সেচে। তাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে সকলকে।

জনগণের ভোগান্তি কমাতে জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে কাজ করবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বকেয়া বিল তোলার ক্ষেত্রে ব্যবস্থা নেবেন তারা। সরকারি অফিসের বকেয়া বিল তোলার ক্ষেত্রেও ডিসি পর্যায় থেকে ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/

Exit mobile version