Site icon Jamuna Television

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫ হাজার ফুট উচ্চতায় সন্তান প্রসব করলেন নারী

ছবি: সংগৃহীত

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫ হাজার ফুট উচ্চতায় সন্তান জন্ম দিয়েছেন এক নারী। ঘটনাটি ঘটেছে জাপান থেকে দুবাইগামী ১২ ঘণ্টার বিরতিহীন এমিরেটসের একটি ফ্লাইটে। খবর খালিজ টাইমস‘র।

টোকিও’র নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায় বিমানটি। মাঝ আকাশে প্রসব বেদনা ওঠে ওই নারীর। তখন বিমানেই সন্তান প্রসব করেন ওই নারী। সরাসরি দুবাই গিয়ে অবতরণ করে ফ্লাইটটি। এরপর মা ও নবজাতককে প্রয়োজনীয় মেডিকেল সহায়তা দেয়া হয়।

ফ্লাইটের ক্রুরা এবং কয়েকজন যাত্রী জানায়, গত ১৯ জানুয়ারি এমিরেটসের টোকিও’র নারিতা থেকে দুবাইয়ের ফ্লাইট ইকে৩১৯-এ একটি শিশুর জন্ম হয়েছে। বাচ্চা জন্মের সময় ওই নারীকে ক্রুরা সহায়তা করেছিল।

/এনএএস

Exit mobile version