Site icon Jamuna Television

কোটা সংস্কার আন্দোলনে থাকায় জবি শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে নাক ফাটিয়ে দেয়া হয়েছে। রাকিবুল রাকিব নামে নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ওই শিক্ষার্থীর অভিযোগ ছাত্রলীগ কর্মীরা তাকে ক্যাম্পাসে একা পেয়ে বেদড়ক পিটিয়েছে।

রাকিব যমুনা অনলাইনকে জানান, আজ দুপুর ১টার দিকে তিনি ক্যাম্পাসের বিবিএ ভবনের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় ১২/১৪ জন ছাত্রলীগকর্মী তাকে তাদের দিকে ডাকেন। তিনি এগিয়ে গেলে তাকে কয়েকজন মিলে বেদড়ক পেটাতে থাকেন।

রাকিবের অভিযোগ, এসময় হামলাকারীরা বলছিলো ‘তুই ছাত্র ফেডারেশন করিস। তোমাদের এতো সাহস মাননীয় প্রধানমন্ত্রীকে সমালোচনা করিস। একেবাকে নাক ফাটিয়ে দেবো।’

‘কোটা সংস্কার আন্দোলনের থাকা এবং প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণেই তারা আমার ওপর হামলা করেছে’, বলেন রাকিব। তিনি বর্তমানে ছাত্রফেডারেশনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সংগঠকের দায়িত্বে আছেন।

আহত অবস্থায় সহপাঠিরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

Exit mobile version