Site icon Jamuna Television

ট্রাম্প-বাইডেনের পর এবার ফাঁসলেন মাইক পেন্স

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের পর নথিপত্র কাণ্ডে এবার ফাঁসলেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সম্প্রতি তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে রাষ্ট্রীয় গোপন নথিপত্র। ইতোমধ্যে সেগুলো দেশটির জাতীয় গোয়েন্দা ব্যুরো এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর সিএনএন’র।

খবরে বলা হয়েছে, গত সপ্তাহে রিপাবলিকান এ নেতার ইন্ডিয়ানা রাজ্যের বাড়ি থেকে নথিগুলো উদ্ধার করেন আইনজীবীরা। খুবই অনিরাপদ জায়গায় একটি বক্সে নথিগুলো ফেলে রাখা ছিল বলে জানান তারা। যদিও এখন পর্যন্ত সেগুলোর বিষয়বস্তু জানায়নি গোয়েন্দা কর্মকর্তারা।

এদিকে ডকুমেন্টগুলো সংগ্রহে এফবিআই নীতিমালা লঙ্ঘন করেছে অভিযোগ করেন মাইক পেন্স। ইতোমধ্যে সেগুলো হেফাজতে নেয়ার ব্যাপারে ন্যাশনাল আর্কাইভ বরাবর দুটি চিঠি দিয়েছেন পেন্সের প্রতিনিধি।

প্রসঙ্গত, গত বছর থেকেই নথিপত্র নিয়ে বিপাকে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার বাড়ি এবং দফতর থেকে উদ্ধার হয়েছে একগুচ্ছ নথি। সেগুলো খতিয়ে দেখতে তদন্ত আহ্বান করেছেন রিপাবলিকানরা। এছাড়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও চলছে এ বিষয়ক মামলা।

এএআর/

Exit mobile version