Site icon Jamuna Television

অবশেষে ইউক্রেনে অত্যাধুনিক ট্যাংক পাঠাতে যাচ্ছে জার্মানি-যুক্তরাষ্ট্র

দীর্ঘ বিতর্ক-সমালোচনার পর অবশেষে ইউক্রেনে অত্যাধুনিক ট্যাংক পাঠাতে যাচ্ছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার (২৫ জানুয়ারি) ‘এম ওয়ান আব্রাহাম’ ট্যাংকের বহর পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিবে বাইডেন প্রশাসন।

মার্কিন শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনে ৩০ থেকে ৫০টি ট্যাংক পাঠানো হতে পারে। দিন-তারিখ সম্পর্কে অস্পষ্টতা রয়েছে। তবে বুধবার রাতেই এসব ট্যাংক ইউক্রেনে শিপমেন্ট হতে পারে। এদিকে, কিয়েভকে অত্যাধুনিক সমরযান সহযোগিতা ইস্যুতে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছে বাইডেন প্রশাসন।

মাসব্যাপী তর্ক-বিতর্কের পর ১৪টি ‘লেপার্ড-টু ট্যাংক’ জেলেনস্কি সরকারকে দিতে যাচ্ছে জার্মানি। গেল সপ্তাহে এ ইস্যুতে জলঘোলার পর পোল্যান্ড যুদ্ধযানটি পাঠানোর অনুমতি পেয়েছে। এর আগেই, নিজেদের সামরিক বহরের সবচেয়ে শক্তিশালী যান ‘চ্যালেঞ্জার-টু’ ইউক্রেনকে দেয়ার কথা নিশ্চিত করেছে ব্রিটেন।

ইউএইচ/

Exit mobile version