Site icon Jamuna Television

শেষ মুহূর্তে হার ঠেকালো বায়ার্ন মিউনিখ

নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে হার ঠেকালো বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগার ম্যাচে কোলনের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। লিগে এ নিয়ে টানা দুই ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো বায়ার্ন মিউনিখ।

ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে বায়ার্ন মিউনিখ। চার মিনিটে কোলনকে এগিয়ে দেন এলিস স্কিরি। গোল হজমের পর সর্ব শক্তি নিয়ে অতিথিদের ওপর ঝাঁপিয়ে পড়ে বাভারিয়ানরা। ৭৮ শতাংশ বল দখলে রেখে গোলের উদ্দেশে ২৫টি শট নেয় তারা। যার সাতটিই ছিল লক্ষ্যে। কিন্তু লক্ষ্যভেদ হচ্ছিল না।অবশেষে বায়ার্নের স্বস্তি আসে নির্ধারিত সময়ের শেষ মিনিটে। ৯০ মিনিটে কিমিখের গোলের ওপর দাঁড়িয়ে লিগের এই মৌসুমের দ্বিতীয় হার ঠেকায় বায়ার্ন।

এদিকে, জয়বঞ্চিত হয়ে পয়েন্ট তালিকার নয়ে ওঠার সুযোগ হাতছাড়া হলো কোলনের। ১৭ ম্যাচে ২১ পয়েন্ট তাদের। বায়ার্নের হতাশার রাতে শালকে জিরো ফোরকে তাদেরই মাঠে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে লাইপজিগ। আর হার্থা বার্লিনের মাঠে ৫-০ গোলে জিতেছে ভলসফবুর্গ।

ইউএইচ/

Exit mobile version