Site icon Jamuna Television

মোংলায় সার বোঝাই লাইটার ডুবি

ছবি : সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় এমভি শাহাজালাল এক্সপ্রেস নামের একটি সার বোঝাই লাইটার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় লাইটারে থাকা ৮ কর্মচারিকে জীবিত উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ জানুয়ারি) গভীর রাতে পশুর চ্যানেলের বাইরে হারবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বন্দরের হাড়বাড়িয়া-৯ এ অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ এমভি ভিটা অলম্পিক জাহাজ থেকে সার নেয় এমভি শাহাজালাল এক্সপ্রেস নামের লাইটার। পরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাইটারটি পণ্য খালাসের জন্য যশোরের নোয়াপাড়া উদ্দেশে যাত্রা শুরু করে। কিছুদূর গিয়ে মোংলা বন্দরের পশুর নদীর হাড়বাড়িয়া-৮ এলাকায় লাইটারের প্রোপেলারসেভ ভেঙ্গে ইঞ্জিন রুমে পানি ঢুকে যায়। পরে কিছুক্ষণের মধ্যে লাইটারটি ডুবে যায়। এ সময় লাইটারে থাকা ৮ ব্যক্তি সাঁতরে পাশে থাকা অন্য একটি লাইটারে উঠতে সক্ষম হয়।

খবর পেয়ে রাতে উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, লাইটার ডুবির ঘটনা তদন্তে বুধবার (২৫ জানুয়ারি) বন্দরের হারবার বিভাগ ওই এলাকা পরিদর্শন করবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পশুর নদীর বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোন সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।

এএআর/

Exit mobile version