Site icon Jamuna Television

২২তম রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি: সিইসি

ছবি: সংগৃহীত

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ কমিশন সভা শেষে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিলে নির্বাচন কমিশন জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৩ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোগ গ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিল ও যাচাই বাছাই হবে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের অফিসে।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে গতকাল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন সিইসি। পরে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান সংসদ সদস্যরা ভোট দেবেন। কোনো আসন শূন্য থাকলে বা কেউ সংসদে অনুপস্থিত থাকলে ভোটাভুটিতে কোনো বাধা নেই। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। এর আগে ২৩ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

ইউএইচ/

Exit mobile version