Site icon Jamuna Television

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) ভোররাতে কোটচাদপুর উপজেলার কলেজ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পকেটে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। যার ঠিকানা জেলার মহেশপুর উপজেলার পাথরা ঢাকা পাড়ার গ্রামের মনির হোসেন, পিতা মৃত মফিজ উদ্দিন।

কোটচাদপুর স্টেশন মাস্টার মইনুল হোসেন জানান, উপজেলার কলেজ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে স্থানীয়রা রেল লাইনে ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে খবর দেয়। খবর পেয়ে যশোর জিআরপি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্র তার কিনা সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ইউএইচ/

Exit mobile version