Site icon Jamuna Television

ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ সমাবেশ করেন।

এ সময় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠার পথে হাঁটছে। কেউ অন্যায়ের যৌক্তিক প্রতিবাদ করলে বর্তমান সরকার হামলা-মামলা, গুম-খুন করে তাদের কণ্ঠ রোধ করছে। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন নিয়ে আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সভাপতি সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

ইউএইচ/

Exit mobile version