Site icon Jamuna Television

৪ ফেব্রুয়ারি সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ

আগামী ৪ ফেব্রুয়ারি সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বিএনপির নেতৃত্বে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি।

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশে জোটটির শীর্ষ নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এই কর্মসূচির ঘোষণা দেন।

মাহমুদুর রহমান মান্না তার বক্তব্যে বলেন, আন্দোলন ধীরে ধীরে গড়ে তুলতে হয়। একদিনেই পরিবর্তন আসে না। আন্দোলনের অংশ হিসেবে একই ধরনের কর্মসূচি একাধিকবারও দিতে হয়।

আজ বুধবার যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি পালন করে গণতন্ত্র মঞ্চ। ৪ ফেব্রুয়ারি হবে যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ১০ দফা দাবিতে এই যুগপৎ আন্দোলন করছে বিএনপি এ সমমনারা।
এর আগের কর্মসূচিতে যোগ না দিলেও বুধবারের সমাবেশে অংশ নেয় নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নুরুল হক নুর প্রমূখ।

/এমএন

Exit mobile version