Site icon Jamuna Television

দুই সপ্তাহ পর মুক্তি পেলো ঝুড়িতে আটকে থাকা হরিণ

ছবি: সংগৃহীত

প্লাস্টিকের ঝুড়ি আটকে গিয়েছিল এক হরিণের মুখে। সে অবস্থাতেই হরিণটি দিগ্বিদিকশূন্য ছুটে বেড়ায় দুই সপ্তাহ। শেষে, প্রাণীরক্ষা বিষয়ক সংস্থার সহায়তায় মুক্ত হয় সেটি। খবর ইউপিআই ডটকমের।

যুক্তরাষ্ট্রের মিশিগানে ঘটেছে এই ঘটনা। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ইস্ট ল্যান্সিং শহরে মুখে ঝুড়ি আটকে গিয়ে এদিক ওদিক ছুটতে থাকে একটি হরিণ। স্থানীয় অভয়ারণ্যে থাকা হরিণটির নাম লাকি। বিপদগ্রস্ত প্রাণীটিকে উদ্ধারে বিশেষ ব্যবস্থা নেয় স্থানীয় প্রাণীরক্ষা সংস্থা। আগে থেকে বিছিয়ে রাখা হয় জাল। অবশেষে সেটি ধরা পড়ে জালে। জড়িয়ে যাওয়ার পর দৌঁড়ে যায় উদ্ধারকর্মীরা। হরিণের মুখ থেকে তারা ঝুড়িটি খুলে ফেলতে সক্ষম হয়।

মুক্তি পেয়ে বনের দিকে দৌঁড়ে যায় হরিণটি। উদ্ধারকর্মীরাও হাততালি দিয়ে উদযাপন করে হরিণের মুক্তি। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশের পর আলোড়ন তোলে অঞ্চলটিতে।

আরও পড়ুন: ফরাসি বিজ্ঞানীদের যুগান্তকারী উদ্ভাবন, হাঁটতে পারবেন ‘প্যারালাইজড’ ব্যক্তি

/এম ই

Exit mobile version