Site icon Jamuna Television

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী আটক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ আহমেদ হুসাইন চৌধুরী আটক হয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ড’র।

ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। দলের প্রধান ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা চলছে উল্লেখ করে সরকারের সমালোচনা করার পর ফাওয়াদ চৌধুরীকে আটক করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে লাহোরে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

তবে ফাওয়াদ চৌধুরীকে আটকের বিষয়ে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ফাওয়াদ চৌধুরী ২০১৮ সাল থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত দুই দফায় পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী ছিলেন। পরে কয়েক দিন দেশটির আইনমন্ত্রীর দায়িত্বও সামলান তিনি।

/এনএএস

Exit mobile version