Site icon Jamuna Television

আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে আরও এক মামলায় গ্রেফতারি পরোয়ানা

চেক প্রতারণার অভিযোগে দায়ের করা আরও এক মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুস্তাফা রেজা নূর এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৭ মার্চ গেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

এর আগেও বেশ কয়েকটি মামলায় আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
গত বছরের ২২ আগস্ট তোফাজ্জল হোসেন নামের একজন বেসরকারি চাকরিজীবী চেক প্রতারণার মামলাটি করেন। আদালত মঞ্জুরুল আলম শিকদারকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু আদালতে হাজির না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

/এমএন

Exit mobile version