Site icon Jamuna Television

নির্বাচনের আগে নতুন রাস্তা নয়, বিদ্যমানগুলোকে সুগম করতে নির্দেশ

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আগামী নির্বাচনের আগে কোনো নতুন রাস্তা হবে না। বরং বিদ্যমান রাস্তাগুলো সুগম করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বলেন, হেলমেট ছাড়া মোটরবাইক চালানো বন্ধ নিশ্চিত করা এবং সড়কে থ্রি হুইলার চালানো নিয়ে নীতিমালা প্রণয়ন অপরিহার্য হয়ে পড়েছে। সড়কে শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, এটাই ডিসিদের বলা হয়েছে। আর শৃঙ্খলা বলতে মূলত সব ধরনের শৃঙ্খলাকেই বোঝানো হয়েছে। সেটা যেকোনো শৃঙ্খলাই হতে পারে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, সব জেলার সাথে রেল যোগাযোগ স্থাপনে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। ভারতের সাথে রেল যোগাযোগ বাড়াতেও তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। বিশেষ করে বাংলাবান্ধা থেকে শিলিগুড়ি।

/এমএন

Exit mobile version