Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন জিয়া: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ দাবি করেন তিনি। বলেন, বিএনপির জোট ভুয়া। আর তাদের ১০ দফা দাবিও ভুয়া।

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধান সম্মত নয় এমন কোনো দাবি আওয়ামী লীগ মানে না বলে এ সময় উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরও বলেন, এ পর্যন্ত বিএনপি যত কর্মসূচি ও আন্দোলন করেছে, সব ব্যর্থ হয়েছে। কদিন পরে বিএনপির কর্মীরা নেতাদের পদত্যাগের দাবি তুলবেন।

/এমএন

Exit mobile version