Site icon Jamuna Television

পাঠান মুক্তির দিনেই বিরূপ মন্তব্য কঙ্গনার, ইন্ডাস্ট্রি মূর্খদের জায়গা?

২০ মাস পর নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েই আবারও বোমা ফাটানো শুরু করলেন বলিউডের কনট্রাভার্সি কুইন খ্যাত কঙ্গনা রানাউত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফিরে পেয়েই আবারও পুরোনো খেলায় মেতে উঠলেন এই অভিনেত্রী? আজ শাহরুখ অভিনীত পাঠান নিয়ে করলেন এক বিরূপ মন্তব্য। খবর আনন্দবাজার পত্রিকার।

নিজের পুরোনো অস্ত্র হাতে পেয়েই আবারও বোমা ছুড়তে শুরু করেছেন কঙ্গনা। বললেন, ইন্ডাস্ট্রি নাকি এখন মূর্খদের জায়গা। তাঁর কথায়, নোংরামি ছাড়া কিছু হয় না এখানে। যখনই রক্ত পানি করা কোনো কাজ আসে তখনই আপনার মুখে ছুড়ে দেয়া হবে টাকার অঙ্ক। সিনেমা কতটা ভালো সেটা মাপা হবে টাকার অঙ্ক দিয়ে।

বক্স অফিসে টাকার অঙ্ক দিয়ে সিনেমার মান বিবেচনার ঘোর বিরোধিতা করেছেন কুইন। তবে পাঠান ভালো নাকি খারাপ সে বিষয়ে কোনো মন্তব্য করেননি কঙ্গনা।

এটিএম/

Exit mobile version