Site icon Jamuna Television

বিপিএল খেলা,পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ডেকেছে পিসিবি

ছবি: সংগৃহীত

বিপিএলে খেলা পাকিস্তানি ক্রিকেটারদের ডেকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিপিএল ছেড়ে আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানে হাজির হতে ক্রিকেটারদের বলা হয়েছে। এমন দাবি করেছে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম।

সামা নিউজে প্রকাশিত খবরে বলা হয়েছে, পিসিবি সূত্রে জানা গেছে যে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। সে কারণেই খেলোয়াড়দের পাকিস্তানে ফিরে আসার পরামর্শ দেয়া হয়েছে। পিসিবি সূত্রে আরও জানা গেছে, খেলোয়াড়রা যাতে পর্যাপ্ত বিশ্রাম পায় সে কারণে তাদের বিপিএল ছেড়ে দেশে আসতে বলার ব্যাপারে পিসিবিকে অনুরোধ করেছিল পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিপিএলের সব দলেই আছে একাধিক পাকিস্তানি ক্রিকেটার। নিজ নিজ দলের হয়ে তাদের পারফরমেন্সও বেশ ভালো। এ পর্যন্ত ইফতিখার আহমেদ, শোয়েব মালিক, আজম খান, নাসিম শাহ, মুহাম্মাদ ওয়াসিমরা রেখেছেন বড় প্রভাব। বিপিএলের চলতি আসরে হওয়া তিনটি সেঞ্চুরিই করেছে পাকিস্তানি ব্যাটাররা। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটও পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজের।

আরও পড়ুন: টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

/এম ই

Exit mobile version