Site icon Jamuna Television

এসসিও সামিটে পাকিস্তানকে আমন্ত্রণ জানালো ভারত

ছবি: সংগৃহীত

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। খবর দ্য হিন্দু’র।

তবে, এখনো পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে বিলাওয়াল ভুট্টোর এই সামিতে যোগ দেয়ার বিষয়ে কিছুই জানানো হয়নি।

যদি ভারতের এই আমন্ত্রণ বিলাওয়াল গ্রহণ করেন তাহলে প্রায় ১২ বছরের মধ্যে প্রথম পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ভারত সফরে আসতে পারেন। সর্বশেষ ২০১১ সালে ভারত সফরে এসেছিলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খান।

পাকিস্তান, চীন, ভারত, রাশিয়া ও কিরগিজস্তানের সমন্বয়ে গড়ে উঠেছে এসসিও। মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান, কাজাখস্থান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের সাথে সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করেছে পাকিস্তান।

Exit mobile version