Site icon Jamuna Television

বলিউডের ছবি মুক্তিতে লাভের ১০ শতাংশ চায় শিল্পী সমিতি

দেশে পাঠান ছবির মুক্তিকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রশ্ন উঠছে সাফটা চুক্তির আওতায় কলকাতার ছবি মুক্তি পেতে পারলে হিন্দি ছবি মুক্তিতে আপত্তি কেন?

চলচ্চিত্র শিল্পী সমিতিও বলছে, বলিউডের ছবি বাংলাদেশে মুক্তি পাওয়া উচিত। সংগঠনটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, বলিউডের ছবি আসুক। বলেন, বাংলাদেশে হলিউডের ছবি চলছে। হলিউডের সঙ্গে একযোগে এদেশে মুক্তি দেয়া হচ্ছে। ইংরেজি ছবির সঙ্গে প্রতিযোগিতা করে বাংলা ছবিগুলো চলছে। তাহলে হিন্দি ছবি কেন মুক্তি পাবে না?

তিনি বলেন, এখানে হিন্দি ছবি রিলিজের পর যে লাভ হবে তার ১০ শতাংশ শিল্পী সমিতিকে দিতে হবে। এ বিষয়ে আমরা লিখিত দিয়েছি। তবে এখনো আমাদের কিছু জানানো হয়নি।

তিনি আরও বলেন, এই ১০% পেলে আমাদের কিছুটা ফান্ড রাইজ হবে। দেখা যায় অনেকসময় আমাদের শিল্পীদের টাকা দিতে হয়, সেই টাকাটা আমরা এখান থেকে দিতে পারব।

এটিএম/

Exit mobile version