Site icon Jamuna Television

ক্রেতা সেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি ধরল পুলিশ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় ২০ বছর পর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। এর আগে, একই দিন দুপুরে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. কামাল হোসেন (৫০) উপজেলার উত্তর শুল্যকিয়া গ্রামের ছেরাজুল হকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০১ সালের ১০ সেপ্টেম্বর আসামি মো. কামাল হোসেনসহ তিন ধর্ষকের বিরুদ্ধে সুধারাম থানায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর ২০০৩ সালে তিন আসামিকে যাবজ্জীবন সাজা দেন আদালত। দুই আসামি কারাগারে থাকলেও মামলার পর থেকে কামাল পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে জমির ক্রেতা সেজে কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এটিএম/

Exit mobile version