Site icon Jamuna Television

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলছে নানা আনুষ্ঠানিকতা।

বুধবার দুপুর ১২টা ৪ মিনিটে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। তিথি শেষ হবে আজ সকাল ১০টা ৫৮ মিনিটে। হিন্দু শাস্ত্রমতে এ দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এ জন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী রাজহাঁসের পিঠে চড়ে তার অনুসারীদের মধ্যে বিদ্যা, বাণী ও সুর প্রদান করতে আসেন পৃথিবীতে। এ জন্য সকালে ধূপ, দীপ জ্বেলে, প্রতিমা স্থাপন করে ফুল দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

ঢাকেশ্বরী, জাতীয় প্রেসক্লাব, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা দিচ্ছেন ভক্তরা। এদিন শিশুদের হাতে খড়ি দেয়া হবে মণ্ডপগুলোতে। পুরোহিতে কোলে বসে জীবনের প্রথম অক্ষর লেখার পাঠ পায় শিশুরা।

ইউএইচ/

Exit mobile version