Site icon Jamuna Television

উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে লড়বে যারা

ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হলো উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল ড্র। তৃতীয় আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়া এবং দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইতালি-স্পেন।

ছবি: সংগৃহীত

গত বছর নেশন্স লিগের চার গ্রুপের সেরা হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় এই চার দল। সুইজারল্যান্ডে উয়েফার প্রধান কার্যালয়ে বুধবার (২৫ জানুয়ারি) সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। রাশিয়া থেকে সরিয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো (সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল) হবে নেদারল্যান্ডসে।

ছবি: সংগৃহীত

আগামী ১৪ জুন প্রথম সেমিফাইনালে কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া লড়বে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও ফুটবল পরাশক্তি স্পেন। ফাইনাল হবে ১৮ জুন, একই দিন হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। যে দলই জিতুক না কেন প্রথমবারের মতো জিতবে নেশন্স লিগের ট্রফি।

/আরআইএম

Exit mobile version