Site icon Jamuna Television

এবার যুদ্ধবিমানে নজর ইউক্রেনের

সামরিক জোট ন্যাটোর মিত্রদের কাছ থেকে যুদ্ধে ব্যবহৃত ট্যাংক পাওয়ার নিশ্চয়তার পর ইউক্রেনেরে আগ্রহ এখন যুদ্ধবিমানে। ট্যাংক পাওয়ার পর ন্যাটো মিত্রদের যুদ্ধবিমান দেয়ার তাগিদ দেয়া হবে বলে জানিয়েছে ইউক্রেন। খবর আল জাজিরার।

স্থানীয় সময় বুধবার (২৫ জানুয়ারি) ইউক্রেনকে যুদ্ধে ব্যবহৃত ট্যাংক দেয়ার পরিকল্পনার কথা জানায় জার্মানি ও যুক্তরাষ্ট্র। দুই দেশের এ সিদ্ধান্তকে যুদ্ধের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে।

অবশ্য যুদ্ধবিমান পাওয়ার বিষয়টিকে পরবর্তী বড় বাধা বলে মনে করছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ইউরি স্যাক বলেন, যুদ্ধ বিমান হাতে পেলে রণাঙ্গনে বিশাল সুবিধা পাওয়া যাবে।

উল্লেখ্য, দুই দেশের যুদ্ধে ইউক্রেন যেসব যুদ্ধবিমান ব্যবহার করছে, সেগুলো সোভিয়েত আমলের। এসব বিমান দিয়েই রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় দেশটি।
/এমএন

Exit mobile version