Site icon Jamuna Television

‘রোহিঙ্গা সংকটের সমাধান না হলে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে’

ফাইল ছবি।

রোহিঙ্গা সংকটের সমাধান না হলে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়ের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। বলেন, ক্যাম্প এলাকায় সাম্প্রতিক জঙ্গি আস্তানার সন্ধান সেটিরই ইঙ্গিত বহন করে।

মন্ত্রী বলেন, ইয়াবার টাকা ভাগাভাগির জন্যই রোহিঙ্গা বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি করছে। পাহাড়ে আশ্রয় নেয়া ৫২ জঙ্গির সবাইকে আইনের আওতায় আনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে, বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেলেও তাদের মূল উৎপাটন করা যায়নি মন্তব্য করে মন্ত্রী বলেন, সরকার জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছে। যেকোনো মূল্যেই তাদের নির্মূল করা হবে।

ইউএইচ/

Exit mobile version