Site icon Jamuna Television

টানা দ্বিতীয়বার ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম

ছবি: সংগৃহীত

২০২২ সালের ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়াও আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকাতেও শীর্ষে রয়েছেন পাকিস্তানি এই ব্যাটার।

অ্যাডাম জাম্পা, সিকান্দার রাজা ও শাই হোপকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করলেন পাকিস্তানের অধিনায়ক। ২০২২ সালে মাত্র ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাবর আজম। কিন্তু এর মাঝেও রানের ফুলঝুড়ি দেখা গেছে তার ব্যাটে। প্রায় ৮৫ গড়ে রান করেছেন ৬৭৯। যেখানে ৩টি সেঞ্চুরি এবং ৫টি হাফ সেঞ্চুরি করেছেন এই ব্যাটার। পরিসংখ্যানই বলে দিচ্ছে কেনো বাবর আজম সেরাদের সেরা।

এর আগে, বাবর আজমকে অধিনায়ক ঘোষণা করে বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করে আইসিসি। বর্ষসেরা টেস্ট একাদশেও জায়গা পান বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। তবে, আইসিসির টি-টোয়েন্টি একাদশে সুযোগ পাননি বাবর আজম।

/আরআইএম/এমএন

Exit mobile version