Site icon Jamuna Television

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, একঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ছবি : সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরে ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ঢাকাগামী রুটে সিলেট ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে টঙ্গী স্টেশন থেকে বিকল্প ইঞ্জিনের সহায়তায় ১০টা ৫০ মিনিটে ট্রেনটি সরিয়ে টঙ্গী রেলস্টেশনে আনা হয়।

ভৈরব রেলওয়ে পুলিশের ওসি রকিবুল হোসেন জানান, বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি গাজীপুরের পূবাইলের তালটিয়া এলাকায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ঘটনার পরপরই বিকল্প ইঞ্জিন টঙ্গী স্টেশন থেকে পাঠিয়ে ট্রেনটি স্টেশনে নিয়ে আসা হয়। এখন সিলেট-ঢাকা রেল সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এএআর/

Exit mobile version