Site icon Jamuna Television

সরকারি কর্মকর্তাদেরকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারি কর্মকর্তাদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তৃণমূল পর্যায়ের মানুষ ভালো থাকলেই দেশ ভালো থাকবে।

আজ সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক-২০১৮ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় সরকারি কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। দেশের বিভিন্ন জায়গায় আবাসনের ব্যবস্থা করার পাশাপাশি প্রশাসনকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

এবছর জনসেবায় অনন্য অবদানের জন্য ৩৯ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে জনপ্রশাসন পদক দেয়া হয়।

Exit mobile version