Site icon Jamuna Television

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেলো ইউক্রেনের ওডেসা

রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও ইউক্রেনের বন্দর নগরী ওডেসাকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে ইউনেস্কো। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটির বিশ্ব ঐতিহ্য কমিটি এই স্বীকৃতি দেয়। খবর বার্তা সংস্থা এপির।

এর আগে এই সংস্থার ২১টি সদস্য রাষ্ট্রের মধ্যে ভোটাভুটি হয়। এর মধ্যে ওডেসাকে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত করতে পক্ষে ভোট দেয় ছয়টি রাষ্ট্র। বিপক্ষে একটি এবং ভোটদানে বিরত ছিল ১৪টি দেশ। এ সময় গান গেয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান ইউনেস্কো কর্মকর্তারা।

পার্ল অফ দ্যা ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের মুক্তা হিসাবে অভিহিত করা হয় শহরটিকে। পঞ্চদশ শতকের সময় থেকেই বন্দর নগরী হিসাবে ওডেসার বিকাশ শুরু হয়। যা ক্রমেই কৌশলগত এবং ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। খ্যাতি পায় পূর্ব ইউরোপের প্রবেশদ্বার হিসেবে। সে সময় শহরটি হাডজিবেই নামে পরিচিত ছিল।

এদিকে, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ওডেসা মিউজিয়াম অফ ফাইন আর্টস এবং ওডেসা মিউজিয়াম অফ মডার্ন আর্টের মেরামতের কাজ শুরু হয়েছে।

ইউএইচ/

Exit mobile version