Site icon Jamuna Television

ফুটপাতে হকার বসিয়ে চাঁদাবাজি করছে পুলিশ ও কিছু অসাধু রাজনীতিক: মেয়র তাপস

ফুটপাতে ও সড়কে হকার বসিয়ে চাঁদাবাজি করছে পুলিশ ও কিছু অসাধু রাজনীতিক। এমন মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে হকারদের এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।

মেয়র তাপস বলেন, কোনোভাবেই এই চাঁদাবাজি চলতে দেয়া হবে না। সিটি করপোরেশন সময় ও স্থান নির্ধারণ করে দিয়ে হকারদের ব্যবসা করার অনুমতি দেয়া হবে। হকারদের নিয়ে কাউকে অবৈধ ফায়দা লুটতে দেয়া হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, নিয়মের বাইরে গিয়ে যারা সড়কে ও ফুটপাতে ব্যবসা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version