Site icon Jamuna Television

ব্যয় সাশ্রয়ী রাজস্ব আদায়ে গুরুত্ব দিচ্ছে এনবিআর

১০০ টাকা রাজস্ব আদায়ে দেশে ব্যয় হয় ২১ পয়সা। যা পাশ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় কম। ব্যয় সাশ্রয়ী হয়ে রাজস্ব আদায়ের দিকে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক আলোচনায় এমন কথা বলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম। জানিয়েছেন, সরকারের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে রাজস্ব আদায়ে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে মানুষের সম্পৃক্ততা কমিয়ে ডিজিটাল ব্যবস্থায় রাজস্ব আদায়ের পথে হাঁটছে এনবিআর।

ব্যবসায়ীদের পক্ষ থেকে ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি যন্ত্র) স্থাপনের দাবি তোলা হয়। বলা হয়, ১০ হাজার যন্ত্র স্থাপন হয়েছে এ পর্যন্ত। কিন্তু দরকার কয়েক লাখ।

/এমএন

Exit mobile version