Site icon Jamuna Television

চলতি শীত মৌসুমে আফগানিস্তানে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৬০ লক্ষাধিক মানুষ, উদ্বেগ জাতিসংঘের

আফগানিস্তানে চলমান শীত মৌসুমে দুর্ভিক্ষে পড়তে যাচ্ছেন ৬০ লাখের মতো নাগরিক। বুধবার (২৫ জানুয়ারি) এ আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস। খবর এবিসি নিউজের।

গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীত মৌসুম দেখছে আফগানিস্তান। সরকারি তথ্য অনুসারে, এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক মানুষ। তবে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি। বুধবার পর্যন্ত মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আফগানিস্তানে। আগামীতে আবহাওয়া আরও খারাপ হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

এ পরিস্থিতির মধ্যে এনজিওগুলোয় নারীদের কর্মসংস্থান নিষিদ্ধ করেছে তালেবান। ফলে বাধ্য হয়ে কর্মসূচি সীমিত করতে হয়েছে দাতব্য সংস্থাগুলোকে। তাতে আরও সংকটে পড়েছেন সাধারণ আফগানরা। খাদ্য, ওষুধ ও শীতকালীন বস্ত্রের মতো মৌলিক সাহায্যও পাচ্ছেন না তারা।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্টিন গ্রিফিথস বলেন, তালেবানের নতুন নির্দেশনার কারণে শীত মৌসুম আফগানিস্তানে জাতিসংঘের কাজ আরও কঠিন হয়ে গেছে। এ নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রাণহানির খবরও পাওয়া যাচ্ছে। দেশটিতে নিশ্চিতভাবে দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছেন ৬০ লাখের মতো বাসিন্দা। নিঃসন্দেহে এটা বিচলিত করার মতোই সংখ্যা।

এসজেড/

Exit mobile version